করোনাকালীন স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ দিল কাতার দূতাবাস

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ এএম, ২৭ আগস্ট ২০২০

করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানো ও খাদ্য বিতরণে অংশ নেয়া বাংলাদেশ কমিউনিটির স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ধন্যবাদ সভার সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাসের কর্মরত কর্মী সৈয়দ আকতার হোসেন।

jagonews24

সভায় আলোচনায় অংশ নেন- দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান, কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কমিউনিটি নেতা সফিকুল ইসলাম তালুকদার বাবু, আলীম উদ্দিন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসানসহ বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যমকর্মীরা।

jagonews24

অনুষ্ঠানের শেষে দূতাবাসের পক্ষ থেকে মুজিব শতবর্ষ লোগোযুক্ত টিশার্ট করোনাকালীন কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখা স্বেচ্ছাসেবকদের উপহার হিসেবে দেয়া হয়।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]