যুক্তরাষ্ট্রের যে ২৬ রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি

প্রাণঘাতী করোনার প্রকোপ যেন থামছেই না। ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই করোনা হানা দিলেও ২৬টিতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সারাবিশ্বে এখনও তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি।
ইন্ডিয়ানা, আইওয়া, ক্যানসাস, মিশিগান, মিনেসোটা, মিজৌরি, নেব্রাস্কা, ওহাইও, ড্যাকোটা, ওকলাহোমা, অরেগন, পেন্সিল্ভেনিয়া, ক্যারোলাইনা, টেনেসি, ইউটাহ, ভার্মন্ট, ভার্জিনিয়া, উইস্কন্সিন, ওয়াইয়োমিং, ওয়াশিংটন, টেক্সাস, আলাস্কা, অ্যারিজোনা, আর্কানসাস, কলোরাডো, ডেলাওয়্যারের ২৬টি স্টেটে চলতি সপ্তাহে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৪০ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। দেশটিতে এ পর্যন্ত ৬২ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার। সংস্থাটির হিসাবে বিশ্বে মোট আড়াই কোটিরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত এবং সাড়ে আট লাখেরও বেশি মারা গেছেন।
আর ব্রাজিলে ৩৯ লক্ষাধিক লোক আক্রান্ত এবং ১ লাখ ২৪ হাজার মারা গেছেন। ভারতে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ এবং মারা গেছেন ৬৬ হাজার মানুষ। ফ্রান্সে নতুন করে কয়েক হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছেন। ল্যাটিন আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ পেরিয়ে গেছে।
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে সর্বশেষ তথ্যে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় মৃতের সংখ্যা ২ লাখ অতিক্রম করবে। ইতোমধ্যে ফ্লোরিডায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩০ হাজার লোক এবং মারা গেছেন ১৩ হাজার।
হোয়াইট হাউসের পক্ষ থেকে ১৫ কোটি র্যাপিড কোভিড-১৯ টেস্ট ক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের স্টাফ ফর পলিসি অ্যাট দ্য ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের ডেপুটি চিফ পল মাঙ্গো বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতির প্রশ্নে হোয়াইট হাউসের অপারেশন র্যাপ স্পিড যথার্থই ছিল। চলতি বছরের শেষ নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে। তিনটি ভ্যাকসিন প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।
এমআরএম/এমকেএইচ