ইতালিতে করোনা সচেতনতায় ভার্চুয়াল সভা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২১

ইতালির মনফালকনে করোনাভাইরাস সচেতনতামূলক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৩ জানুয়ারি) স্বদেশ বিদেশ পাঠক ফোরামের উদ্যোগে এ সভা হয়।

ফোরামের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেলের সভাপতিত্বে এবং দেওয়ান মজনু ও ফরিদুল ইসলাম আনিসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বদেশ বিদেশ ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ইকবাল হোসেন, উপদেষ্টা তোফাজ্জল হোসেন তপন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, ফোরামের সহসভাপতি, দৈনিক কালেরকণ্ঠের ব্যুরো চিফ ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি জাকির হোসেন সুমন এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন।

সভায় বলা হয়েছে, প্রথম ধাপে বাংলাদেশি কমিউনিটির মানুষ আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা ছিল তুলনামূলক অনেক কম। কিন্তু দ্বিতীয় ধাপে তা বিপদজনক হারে বৃদ্ধি পায় এবং সমস্ত ইতালিতে এখন পর্যন্ত প্রায় ১৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন নারী নার্সও ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির সামাজিক বিভিন্ন সংগঠনের এবং ব্যক্তি উদ্যোগে সহযোগিতামূলক কর্মকাণ্ড ছিল প্রশংসার দাবিদার। বিশেষ করে ইতালির বিভিন্ন শহরে স্থানীয় ত্রাণ তহবিলে বাংলাদেশিদের অবদান প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। সম্প্রতি করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এ জন্য সবাই এখন আশার আলো দেখছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহসভাপতি মামুন আল রশিদ, সহসভাপতি আবুল হোসাইন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সরদার, কোষাধ্যক্ষ মো. লিটন, ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সজিব আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ হোসাইন আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আল আমিন রশিদ, নারী বিষয়ক সম্পাদিকা ও বাংলাস্কুল মনফালকনের প্রধান শিক্ষিকা সাজিয়া আইরিন, সদস্য সারওয়ার সবুজ কাউসার, সোহাগ আলম প্রমুখ।

উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- গোলাম আজম, ফরিদ আহমেদ, মো. জনি মিয়া, খান সোলাইমান, রাফিক লিটন, আনার মিয়া প্রমুখ।

এসজে/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]