ঢাবি উপাচার্যের সঙ্গে নিহত শিক্ষার্থী সাম্যর পরিবারের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ১২:৫৮ এএম, ০৪ জুন ২০২৫
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন শাহরিয়ার আলম সাম্যর পরিবারের সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নিহত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর পরিবারের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (২ জুন) উপাচার্যের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাম্য হত্যাকাণ্ড-পরবর্তী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তার পরিবারকে অবহিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে দোষীদের বিচার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করছে।

এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে- সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মামলার অগ্রগতি তদারকি, সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সম্ভাব্য সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।