মাতৃভাষা দিবসে কানাডায় ভাষামেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর ইতিহাসে সব বাংলা ভাষী মানুষের জন্য একটি গৌরবময় দিন। যা এখন পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কানাডার হ্যালিফ্যাক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বাংলাদেশি অ্যাসোসিয়েশান অব নোভা স্কসিয়ারের (বিডিক্যান্স) উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে দিবসটি পালিত হয়। এসময় বিভিন্ন ভাষাভাষী মানুষ উপস্থিত ছিলেন।
এদিন কর্মসূচির মধ্যে ছিল ভাষা আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী, অস্থায়ী শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের এবং বড়দের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: কানাডার সাস্কাচুয়ানে মহান একুশে ফেব্রুয়ারি পালিত
অনুষ্ঠানের শুরুতেই ছিল ভাষামেলা। মেলায় বিভিন্ন ভাষাভাষীদের স্টল ছিল। সেগুলো ঘুরে নানা ভাষার সঙ্গে পরিচিত হন বিভিন্ন দেশের মানুষ। তাদের ভাষার ইতিহাস সম্পর্কে জানেন। ঐতিহ্য সম্পর্কে অবগত হন। সবচেয়ে গৌরবময় ছিল বাংলা ভাষার স্টল। বাংলা ভাষার ঐতিহ্য সম্পর্কে জেনে অনেক বিদেশি হতবাক হন।
এছাড়া মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন স্বরূপ ‘মিকম্যাক অধিবাসীদে’র আবাস-স্বীকৃতি দেওয়া হয় মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে।
আরও পড়ুন: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মাতৃভাষা দিবস পালন
এরপর বাংলাদেশের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত সবাই বাংলাদেশের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উক্ত অনুষ্ঠান উপলক্ষে বিডিক্যান্সকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দনপত্র প্রেরণ করেন।
মাতৃভাষার অনুষ্ঠানে যোগ দেন নোভা স্কসিয়ারের লেফটেন্যান্ট গভর্নর আর্থার জে. লেব্লাঙ্ক, ওএনএস, কেসি (নোভা স্কোসিয়ার সর্বোচ্চ রার্ঙ্কিং কর্মকর্তা) এবং মিসেস প্যাটসি লেব্ল্যাঙ্ক অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
গভর্নর আর্থার জে. লেব্লাঙ্ক ও হ্যলিফ্যাক্সের এমপি এ্যন্ডি ফ্যিল্মোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের বক্তব্য রাখেন। নোভা স্কসিয়ার প্রিমিয়ার টম হিউস্টনের পক্ষ থেকে মন্ত্রী বারবারা অ্যাডামস এবং মেয়র মাইক স্যাভেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ঘোষণাপত্র পাঠ করেন।
নোভা স্কসিয়ার লেফটেন্যান্ট গভর্নর আর্থার জে. লেব্লাঙ্ক ভাষাশহীদদের সম্মান জানিয়ে বলেন, বাঙালির রক্তস্নাত ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
আরও পড়ুন: ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
অনুষ্ঠানে মাহবুবুল আলমের লেখা কবিতা ‘আমি বিচার চাইতে এসেছি’ আবৃতি করেন মাহবুবুর রহমান। এছাড়া আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোনো এক মাকে’ কবিতা আবৃতি করেন আবজাল হোসাইন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরদের পরিবেশনায় সবাই অভিভূত হন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দীপন্বীতা দে, সৈকত ও নবনীতা, জুলেখা নুসরাত এবং আরিয়ান।
বিডিক্যান্স’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্পিকিং হোম’ দেখানো হয় অনুষ্ঠানে।
জেডএইচ/জিকেএস