কুয়েতে বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

কুয়েত প্রতিনিধি
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আজ বুধবার (২২ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (শ্রম), ডিফেন্স এ্যাটাচী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. খালিদ সাইফুল্লাহ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব ও দূতালয় প্রধান, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুভূতি প্রকাশ করেন।
এরপর ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল শাহরিয়ার কবির তার বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমসমূহ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।
প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তিসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। রাষ্ট্রদূত এসময় ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্য শেষে রাষ্ট্রদূত ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এসময় বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্টের আবেদনকারী ৩ প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ স্লিপ দেওয়া হয়।
সাদেক রিপন/এমআইএইচএস/জিকেএস