বিজনেস সামিট
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে: কাজী এনায়েত উল্লাহ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১-১৩ মার্চ এ সম্মেলন আয়োজিত হয়।
বিজনেস সম্মেলনে বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারীর অংশ নেন। এর মধ্যে ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছিলেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সৌদি আরব ও চীনের সঙ্গে ১টি চুক্তি এবং ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্মেলনে কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে অংশ নেন ইউরোপের একটি প্রতিনিধদল। তার মধ্য ছিলেন ব্যবসায়ী ফকরুল আকম সেলিম, শরিফ আল মমিন, টি এম রেজা, সাত্তার আলী সুমন, জানা মার্টিন, সংবাদিক লুৎফুর রহমান বাবু, আব্দুল মালেক হিমু প্রমুখ।
এ বিষয়ে কাজী এনায়েত উল্লাহ বলেন, এফবিসিসিআইয়ের বাংলাদেশ বিজনেস সামিটে ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল অংশ নিয়েছিল। আমরা ডিজিটাল ও সমৃদ্ধময় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বদ্ধপরিকর। আমি আশা করছি, এই সামিটের মাধ্যমে আগামীতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনেকাংশে বৃদ্ধি পাবে।
এমআরএম