মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কালচারাল ফিউশন নাইট


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ মার্চ ২০১৬

মালয়েশিয়ার জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কালচারাল ফিউশন নাইট। শনিবার বিকেলে ইউসিএসআই ইউনিভার্সিটির উত্তর শাখায় ‘লি কাদরি’ বলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আদম টারদ ও তারা রয়ের প্রাণবন্ত উপস্থাপনায় কালচারাল ফিউশন নাইটে আবহমান বাংলার কালজয়ী গানের সঙ্গে মন মাতানো নাচে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা।

ইউনিভার্সিটি সেদায়া ইন্টারন্যাশনাল কলেজ (ইউসিএসআই) ছাড়াও কালচারাল ফিউশন নাইটে অংশ নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম), ইউনিভার্সিটি মালায়া, সেগি ও মোনাস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কালচারাল টিমের শিল্পীরা।

অনুষ্ঠানে রসনা বিলাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী পিয়ার আহমেদ আকাশ, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহি, লিটল টুইংকেল প্রি-স্কুলের অধ্যক্ষ হাফিজুর রহমান ও হোটেল লিসমার স্বত্বাধিকারী লিমন সরকারকে (বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) ইউসিএসআইয়ের সম্মাননা দেয়া হয়।

আয়োজকরা বলেন, ‘বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই আমাদের আজকের এ প্রচেষ্টা।’

ভবিষ্যতে আরো বৃহদাকারে বাংলাদেশি কালচার অনুষ্ঠান করার ইচ্ছে প্রকাশ করে আয়োজকরা বলেন, ‘বাংলাদেশের মতো এত সুন্দর কালচার বিশ্বের আর কোনো দেশের আছে বলে আমার মনে হয় না। তাই  আমরা বিশ্বদরবারে বাংলাদশকে ব্যাপকভাবে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় সর্বাত্মকভাবে কাজ করে যাব।’

কালচারাল ফ্যাশন নাইটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশি কালচারাল ফ্যাশন নাইটের সেক্রেটারি জেনারেল জাইমা জাহিন নীধি, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হক, সহ-সভাপতি তাহসিন জেমিন আদ্রিতা।

এসকেডি/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]