জার্মানিতে ১৫ ও ২১ আগস্ট শহীদদের স্মরণে সভা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৩ আগস্ট ২০২৩

জার্মানিতে সর্বস্তরের জনগণের পক্ষে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সব শহীদদের স্মরণে জার্মান আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট সন্ধ্যা ৬টায় বার্লিনে একটি মিলনায়তনে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ফারুক খান।

বিজ্ঞাপন

প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান এবং জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া।

বিশেষ বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। সভায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান (মাসুদ)। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নুরি ও বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষ ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন আলমগীর আলি আলম, শেখ রেদোয়ান, লিখন খান, শাহ আলম, নরুল হক, রনি মাতুব্বর, সাইফুল ইসলাম, পলাশ হাওলাদার, নাজিমউদ্দিন, বৈশাখী ঘোষ, রেশমা আক্তার, কামাল কাজী, অহিদুজ্জামান, মোহাম্মদ বেলাল, ফরিদ আহমেদ, বিলাল হোসেন, সাইফুর রহমান, মো. শাহরিয়ার হোসেন, আরিফুর রহমান, আওয়াল খান প্রমুখ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুষ্ঠানে ১৫ ও ২১ আগস্ট নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএইচআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com