পেট ব্যথায় যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

খাওয়া-দাওয়া বা অনিয়ম কিংবা বদ হজমের কারণে অনেক সময় পেট ব্যথা হয়। পেট ব্যথা যে কারণেই হোক তা মানুষের জন্য মারাত্মক অস্বস্থির কারণ। তাই কোনো কারণে যদি মানুষের পেট ব্যথা হয় তবে তা থেকে মুক্ত থাকতে চিকিৎসা গ্রহণ করা জরুরি।

চিকিৎসাগ্রহণ ছাড়াও পেট ব্যথাসহ যে কোনো ব্যথা থেকে মুক্ত থাকতে রয়েছে কুরআন ও হাদিসের কার্যকরী আমল। যে আমলে মানুষ পেট ব্যথাসহ যাবতীয় ব্যথা থেকে হেফাজত থাকা সম্ভব।

পেট ব্যথা থেকে মুক্ত থাকতে কুরআনুল কারিমের একটি আয়াত তুলে ধরা হলো। যা নিয়মিত পাঠ করলে পেট ব্যথা থেকে বেঁচে থাকা যায়। আর তাহলো-

jagonews

উচ্চারণ : লা ফিহা গাওলুওঁ ওয়া লা হুম আনহা ইয়ুংযাফুন।’ (সুরা আস-সাফ্ফাত : আয়াত ৪৭)

আরও পড়ুন > দাঁতের ব্যথায় যে দোয়া পড়বেন 

আমল

যে ব্যক্তি পেটের ব্যথায় কাতর কিংবা পেট ব্যথায় আক্রান্ত হয়, সে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক নামাজের পর ৫ বার এ আয়াতটি পড়বে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন নিয়মিত এ ছোট্ট আমলটি করার মাধ্যমে পেট ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।