তাবলিগের প্রবীণ শুরা সদস্য মাওলানা মোজাম্মেল হকের ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মারকাজের প্রবীণ শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) শনিবার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দুরহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা মোজাম্মেল আমৃত্যু তাবলিগ জামাতের সঙ্গে জড়িত ছিলেন। দ্বীনের প্রচারে পুরো জীবন কাটিয়ে দিয়েছে। বাংলাদেরশের তাবলিগ জামাতের প্রবীণ আলেমদের একজন ও শুরা সদস্য ছিলেন।

মুরহুম মাওলানা এনামুল হক রহমাতুল্লাহি আলাইহির মনোনীত শুরা সদস্যদের একজন ছিলেন মাওলানা মোজাম্মেল হক। তিনি মুফতি আজম মাওলানা ফয়েজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির খলিফাও ছিলেন।

আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।