করোনা থেকে নিরাপদ থাকতে ৬ দোয়া

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১২ এপ্রিল ২০২০

চলছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার প্রাদুর্ভাবের এ দুঃসময়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনায় সুন্নাতের অনুসরণের বিকল্প নেই। মহামারি করোনার এ প্রাদুর্ভাবের সময় কাজের ক্ষেত্র বিশেষ ৬টি কার্যকরী দোয়া রয়েছে।

প্রতিটি পদক্ষেপে এ দোয়াগুলোর আমল মানুষকে মহামারি করোনাসহ যাবতীয় বিপদ-আপদে থেকে হেফাজত রাখতে পারে। তাই মহামারি করোনা থেকে মুক্ত থাকতে হাদিসে বর্ণিত এ ৬টি দোয়া তুলে ধরা হলো-

>> সবধরণের অসুস্থতায় পড়া
যে কোনো মহামারির কঠিন পরিস্থিতিতে নিয়মিত এ দোয়া পড়তে থাকা। আর তাতে আল্লাহ তাআলা বান্দাকে সব ধরনের অসুস্থতা থেকে সুরক্ষা দেবেন। আর দোয়াটি হলো-
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাচি ওয়াল জুনুনি ওয়াল ঝুজামি ওয়া মিন সায়্যিয়িল আসক্বাম।’ (আবু দাউদ, তিরমিজি)
অর্থ : ‘হে আল্লাহ! আপনার কাছে আমি শ্বেত রোগ থেকে আশ্রয় চাই। মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। কুষ্ঠু রোগে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। আর দুরারোগ্য ব্যাধি (যেগুলোর নাম জানিনা) থেকে আপনার আশ্রয় চাই।’

>> বাড়ি থেকে বের হওয়ার সময়ের দোয়া
মহামারি চলাকালীন সময়ে প্রয়োজনে বাড়ি থেকে বের হতে সবাই ভয়। কিন্তু বের না হয়ে কোনো উপায় নেই। তাই বাড়ি থেকে বের হতে বিশ্বনবির শেখানো এ দোয়া পড়লে নির্ভয়ে নিরপদে থাকবে মুমিন। দোয়াটি হলো-
بِسْمِ اللهِ تَوَكَّلْت عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قوَّةَ اِلَّا بِاللهِ
উচ্চারণ : ‘বিস্মিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।’
অর্থ : আল্লাহর নামে তার ওপর ভরসা করেই (বের হচ্ছি)। আর আল্লাহ ছাড়া কোনো ভরসা বা শক্তি নেই।’

>> দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পড়ার দোয়া
অপ্রত্যাশিত যে কোনো দুর্যোগ ও শঙ্কট থেকে মুক্ত থাকতে এ দোয়া পড়া-
اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي ‏"‏ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي الْخَسْفَ ‏
উচ্চারণ : আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওক্বি ওয়া আউজুবিকা আন উগতালা মিন তাহতি ক্বালা ওয়াকিয়ুই ইয়ানিল খাসফা।’

অর্থ : ‘হে আল্লাহ্‌! আমাকে সামনে থেকে পেছনে থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে ও আমার উপরের দিক থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার নিকট আমার নিচের দিক দিয়ে আমাকে ধ্বসিয়ে দেয়া থেকে আশ্রয় প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ, নাসাঈ, মুসনাদে আহমাদ)

>> অসুস্থতা পড়লে এ দোয়া পড়ে নিজের শরীরে ফুঁক দেয়া
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ - وَاشْفِ اَنْتَ الشَّافِي - لَا شِفَاءَ اِلَّا شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمًا
উচ্চারণ : আজহাবিল বা’সা রব্বান নাসি, ওয়াশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাক্বমা ‘
অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ।’ (বুখারি, মিশকাত)

>> ভয়-উদ্বেগ মুক্ত থাকার দোয়া
যে কোনো পরিস্থিতিতে ভয় ও উদ্বেগের সময় আল্লাহর উপর প্রবল আস্থা এবং বিশ্বাস রাখা যে, তিনিই ভয় মুক্তিতে যথেষ্ট। তাই এ দোয়া পড়া-
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। (মুসলিম)
অর্থ : হে আল্লাহ! তুমি যা চাও তাই আমার জন্য যথেষ্ট।’

>> যে কোনো খারাবি তথা মন্দ থেকে মুক্ত থাকার দোয়া
সব মন্দ ও মারাত্মক বিষাক্ত জীবণুর আক্রমণ থেকে আত্মরক্ষায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো দোয়াটি পড়া-
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ : ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিং শার্‌রি মা খালাক্বা।’ (মুসলিম)
অর্থ : ‘আমি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায়, তাঁর সৃষ্ট সব (জীবাণুর/খারাবির) অনিষ্টতা থেকে তারই কাছে আশ্রয় প্রার্থনা করছি।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রাণঘাতী মহামারি করোনাসহ যে কোনো ভয়াবহ পরিস্থিতিতে এ দোয়াগুলোর মাধ্যমে নিজেদের সব বিপদ আপদ থেকে হেফাজত রাখার তাওফিক দান করুন। সব সময় এ দোয়াগুলো পড়ে হাদিসের যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।