শাজুলিয়া দরবারের বার্ষিক মাহফিল শুরু বৃহস্পতিবার

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরিফের ৪৩তম বার্ষিক মাহফিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ ফজর তালিমে জিকির ও আম বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। ২০ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

অলিয়ে কামেল হজরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মদ ফায়েজ উল্লাহ শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে দ্বীনের এ মারকাজ কচুয়ার ‘শাজুলি মনজিল’-এ প্রতিষ্ঠা করেন।

মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সদরে মোন্তাজেম ও গদ্দিনশীন পীর আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।

নায়েবে মোন্তাজেম পীরজাদা আবুল হাসান শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলির সার্বিক ব্যবস্থাপনা ও পীরজাদা শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলির পরিচালনায় মাহফিলের প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাহফিলের আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের যাতায়াত যানজটমুক্ত এবং পরিবেশ সুন্দর রাখতে নিরলস কাজ করে যাচ্ছে পালাখাল মডেল ইউনিয়নের রুপকার ও সফল চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ।

ইতিমধ্যে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ভক্ত-মুরিদান ও স্বেচ্ছাসেবকরা মাহফিলে আসতে শুরু করেছেন। তাছাড়া মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে দরবারের অনুসারী, শুভাকাঙ্খীগণ নিজ নিজ ব্যবস্থাপনায় তোরণ নির্মাণ ও মাহফিলের প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। শাজুলিয়া দরবারের ভক্ত মুরিদীনদের স্বেচ্ছাশ্রমে মাহফিলের প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে।

তাছাড়া বিশাল প্যান্ডেল নির্মাণ, সাউন্ড সিস্টেম, সেনিটেশন, গাড়ি পার্কিং, বিদ্যুৎ ব্যবস্থা, পানিসহ সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষের স্থানীয় জিম্মাদার ও সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন।

২দিনব্যাপী মাহফিলের দেশ-বিদেশের বিখ্যাত পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং শাজুলিয়া তরিকার বিভিন্ন খানকার পীর-মাশায়েখ, ওলামা ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলাররা অংশগ্রহণ করে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করবেন।

শাজুলি মনজিল পরিচালিত শাজুলিয়া দরবারের সুদক্ষ মুবাল্লিগ পরিষদ ও ওলামা পরিষদের তদারকিতে ঢাকা মহানগরী ও বিভিন্ন জেলা কমিটিসহ দরবারের মূল কমিটির সদস্যরা ২দিন ব্যাপী মাহফিলের পুরো কাজের তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে।

প্রতি বছরের ন্যায় এবারও ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াত ও তালিমে জিকিরের পর পীরজাদা শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলির আম বয়ানের মাধ্যম শুরু হবে শাজুলিয়া দরবার শরিফের ২ দিনব্যপী বার্ষিক মাহফিলের কার্যক্রম।

মাহফিলের ধারাবাহিক আয়োজনে যা থাকছে-
>> খতমে কুরআন;
>> অজিফায়ে হিজবুল বাহার ও অজিফায়ে দালায়িলুল খায়রাত পাঠ;
>> শাজুলিয়া যুব কাফেলা ও শিল্পীগোষ্ঠী কর্তৃক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা;
>> তা'লিমে জিকর;
>> হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও উপহার প্রদান;
>> দরবারের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ফায়েজ উল্লাহ শাজুলি’র (রঃ) ‘জীবন ও চিন্তাধারা’ শীর্ষক নিয়মিত আলোচনা।

>> মাহফিল উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার সার্বিক ব্যবস্থাপনা।

২০ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর বাংলাদেশসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের শান্তির জন্য এবং বিশ্ব মানবতার ইহ ও পরকালীন মুক্তির জন্য আখেরি মোনাজাত পরিচালনা করবেন শাজুলিয়া দরবারের পীর আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।

শাজুলিয়া তরিকা ও দরবারের সকল মুরিদীন, মুহিব্বীন এবং সর্বস্তরের জনসাধারণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ মুসাল্লা ও মাস্ক পরে মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে মহা সাফল্য পেতে জিকিরের সঙ্গে দলে দলে মাহফিলে যোগদান করতে দরবারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হয়েছে।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।