বৈদ্যুতিক ব্যাট দিয়ে মশা মারা কি জায়েজ?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ০৮ এপ্রিল ২০২৫
মশা মারার জন্য আজকাল অনেকে বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করেন

ক্ষতিকর পোকামাকড় যেমন পিঁপড়া, তেলাপোকা, মশা, মাছি ইত্যাদি মেরে ফেলা জায়েজ। তবে এগুলোকে আগুনে পুড়িয়ে মারা নিষিদ্ধ। হাদিসে নবিজি (সা.) কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারতে বা শাস্তি দিতে নিষেধ করেছেন।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, কোনো এক সফরে আমরা আল্লাহর রাসুলের (সা.) সঙ্গী ছিলাম। তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যান। আমরা সেখানে একটা চড়ুই পাখি দেখতে পাই, যার সাথে দুটি বাচ্চা ছিল। আমরা চড়ুই পাখির বাচ্চা দুটিকে ধরে ফেলি, ফলে মা পাখিটি আমাদের মাথার ওপর ডানা মেলে উড়তে থাকে। মা পাখিটির অস্থিরতা দেখে নবিজি (সা.) বলেন, এ চড়ুই পাখির বাচ্চা নিয়ে কে একে কষ্ট দিয়েছে? এর বাচ্চাগুলো তোমরা ফিরিয়ে দাও। এরপর তিনি পিঁপড়ার সেই গর্ত দেখলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কে এটি পুড়িয়েছে? আমরা বললাম, আমরা পুড়িয়েছি। তখন তিনি বললেন, আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া শুধু আগুনের রব ছাড়া আর কারো জন্য সমীচীন নয়। (সুনানে আবু দাউদ: ২৬৭৫)

আরেকটি হাদিসে নবিজি (সা.) কোনো প্রাণীকে হত্যা করার প্রয়োজন পড়লেও যথাসম্ভব কম কষ্ট দিয়ে হত্যা করতে বলেছেন। শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে উত্তম আচরণ আবশ্যক করেছেন। কাজেই আপনারা যখন (কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ বা ক্ষতিকর প্রাণীকে) হত্যা করেন, তখন উত্তমভাবে হত্যা করুন। আর যখন পশু জবাই করেন, তখন তা ভালোভাবে করুন—ছুরি ধার দিয়ে নিন এবং পশুটিকে দ্রুত নিস্কৃতি দিন। (সহিহ মুসলিম)

মশা মারার জন্য এখন অনেকে বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করেন। এগুলো ব্যবহারের ক্ষেত্রে খেয়াল করতে হবে এগুলো দিয়ে মশা বা অন্যান্য পোকামাকড় কীভাবে মারা যাচ্ছে? যদি এ রকম হয় যে, এ সব ব্যাট ব্যবহার করলে পোকামাকড় জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যাচ্ছে, তাহলে এগুলো দিয়ে মশা বা অন্য কোনো পোকামাকড় মারা যাবে না। যেহেতু ছোট বা বড় কোনো প্রাণীকেই জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা নিষিদ্ধ।

আর যদি এ সব বৈদ্যুতিক ব্যাটে পোকামাকড় মারার মাধ্যম হয় বৈদ্যুতিক শক, আগুনে পোড়ানো নয়, তাহলে এগুলো ব্যবহার করা যেতে পারে বলে অনেক আলেম মত দিয়েছেন।

দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়ায় বলা হয়েছে, যদি মশা নিধনের অন্য কোনো বিকল্প পদ্ধতি না থাকে, তাহলে বৈদ্যুতিক ব্যাট বা র‍্যাকেট ব্যবহার করে মশা নিধন করা জায়েজ হবে। তবে যদি বিকল্প কোনো পদ্ধতি সহজলভ্য হয়, তাহলে বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করে মশা পুড়িয়ে মারা জায়েজ হবে না।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।