যে কারণে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় তরুণী হানা

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২৫
মসজিদে সিরাতুল মুস্তাকিম, আনসান, দক্ষিণ কোরিয়া

মুফতি ফয়জুল্লাহ আমান

দক্ষিণ কোরিয়ার আনসান শহরে অবস্থিত সিরাতুল মুস্তাকিম আনসান মসজিদে সম্প্রতি ২৩ বছর বয়সী কোরীয় তরুণী হানবি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘হানা’। আরবি শব্দ ‘হানা’ অর্থ শান্তি ও করুণা।

হানা আগে কোনো ধর্মবিশ্বাসে বিশ্বাসী ছিলেন না। তার মনে বারবার প্রশ্ন জাগতো, আমি কে? কেন এই জীবন? সত্য কোথায়?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বিভিন্ন ধর্মের বইপত্র অধ্যয়ন করতে শুরু করেন। খ্রিস্টধর্ম, বৌদ্ধ দর্শন ও কনফুসিয়াস নীতিমালাসহ বিভিন্ন ধর্ম ও দর্শনের বইপত্র পড়েন। ইসলাম সম্পর্কেও পড়েন। তার মনে সবচেয়ে গভীরভাবে দাগ কাটে ইসলাম।

তিনি বলেন, ইসলামের সরলতা, মানবতা ও আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক—এই তিনটি বিষয় আমার হৃদয় ছুঁয়ে গেছে।

যে কারণে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় তরুণী হানা

আনসান মসজিদের ইমাম ও খতিব হিসেবে আমি তাকে ইসলাম গ্রহণে সহায়তা করি। তাকে ইসলামের মৌলিক বিশ্বাস, চেতনা ও আমলগুলো সম্পর্কে জানাই। তার হাতে কোরআনুল কারিমের কোরীয় অনুবাদ তুলে দেই, ইসলাম বিষয়ে অন্যান্য কিছু বইপত্রও দেই।

ইসলাম গ্রহণের পর হানা বলেন, আমি যেন সত্যিকার অর্থে নিজের পরিচয় খুঁজে পেয়েছি। এখন মনে হচ্ছে আমার হৃদয়ে একটা শান্তির বসন্ত নেমে এসেছে।

আনসান মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় মুসলিম সম্প্রদায় হানাকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন। আশা প্রকাশ করেছেন, হানা ইসলামের আলোয় জীবন গড়বেন, এবং ইসলাম গ্রহণ অনেকের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবে।

দোয়া করি, আল্লাহ তাআলা যেন হানাকে ইসলামের পথে দৃঢ় রাখেন, ইমান, ইখলাস ও ইস্তিকামার সৌন্দর্যে তাঁর অন্তর ভরিয়ে দেন।

আল্লাহ তাআলা বলেন,

يَهْدِي اللَّهُ مَن يَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
আল্লাহ যাকে ইচ্ছা, সরল পথে পরিচালিত করেন। (সুরা নুর: ৪৬)

লেখক: ইমাম ও খতিব, মসজিদে সিরাতুল মুস্তাকিম, আনসান, দক্ষিণ কোরিয়া

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।