দুই সিজদার মাঝে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

নামাজে প্রতি রাকাতে দুটি সিজদা করতে হয় এবং দুই সিজদার মাঝে বসতে হয়। নির্ভরযোগ্য মত অনুযায়ী এ সময় বিশেষ কোনো দোয়া পড়া জরুরি নয়। এ সময় দোয়া না পড়লে নামাজ নষ্ট হবে না বা সাহু সিজদা দিতে হবে না। তবে এ সময় দোয়া পড়া মুস্তাহাব। নবিজি (সা.) দুই সিজদার মাঝে বসে দোয়া পড়েছেন বলে বর্ণিত রয়েছে।

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই সিজদার মাঝে বসে বলতেন,

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াজবুরনী ওয়াহদিনী ওয়ারযুকনী।

অর্থ: হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমার প্রয়োজন পূরণ করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে রিজিক দান করুন। (সুনানে তিরমিজি: ১৯০)

হোজায়ফা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই সিজদার মাঝে বসে বলতেন,

رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي

উচ্চারণ: রাব্বিগফিরলী, রাব্বিগফিরলী।

অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করুন, হে আমার রব! আমাকে ক্ষমা করুন। (সুনানে আবু দাউদ: ১/২৩১)

এই দুটি দোয়ার যে কোনো একটি আমরা দুই সিজদার মাঝে পড়তে পারি।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।