জানাজার পর মৃত ব্যক্তির চেহারা দেখা যায়?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৫
জানাজার পর মৃত ব্যক্তির চেহারা দেখা যায়? ছবি: ক্যানভা

প্রশ্ন: জানাজার নামাজ হয়ে যাওয়ার পর মৃত ব্যক্তির চেহারা দেখা যায়?

উত্তর: কারও মৃত্যু হলে দ্রুত কবরস্থ করার নির্দেশ এসেছে হাদিসে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আপনারা জানাজা নিয়ে দ্রুতগতিতে চলবেন। কারণ সে যদি পুণ্যবান হয়, তবে এটা তার জন্য উত্তম যার দিকে আপনারা তাকে এগিয়ে দিচ্ছেন আর যদি সে পুণ্যবান না হয়, তাহলে তার অকল্যাণ ঘাড় থেকে দ্রুত নামিয়ে ফেলাই উচিত। (সহিহ বুখারি: ১২৩৬)

আরেকটি বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) আলীকে (রা.) লক্ষ্য করে বলেছেন, হে আলী! তিনটি কাজে দেরি করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করতে দেরি করবে না; ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে, তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না; ৩. কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে, তখন তাকে পাত্রস্থ করতে দেরি করবে না। (সুনানে তিরমিজি: ১/২০৬)

তাই জানাজার পর মরদেহের চেহারা দেখাকে ওলামায়ে কেরাম মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। জানাজার পর চেহারা দেখার জন্য সময় নষ্ট না করে দ্রুত মরদেহ করবস্থ করা উচিত।

তবে কাফন-দাফনে দেরি না হওয়ার শর্তে জানাজার আগে যেমন মৃতের চেহারা দেখা জায়েজ, জানাজার পরও মৃতের চেহারা দেখা নাজায়েজ নয়।

ইউসুফ ইবনে মুহাম্মদকে (রহ.) মৃতের চোহারা দেখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মৃতের চেহারা দেখাতে কোনো অসুবিধা নেই। (ফতোয়ায়ে তাতারখানিয়া: ৩/৭৮)

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।