অপবিত্র অবস্থায় মৃত্যু হওয়া কি দুর্ভাগ্যের আলামত?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫
অপবিত্র অবস্থায় মৃত্যু হওয়া কি দুর্ভাগ্যের আলামত? ছবি: ফ্রিপিক

প্রশ্ন: কেউ যদি অপবিত্র অবস্থায় অর্থাৎ গোসল ফরজ বা হায়েজ-নেফাস চলাকালীন অবস্থায় মারা যায়, এটা কি তার দুর্ভাগ্যের আলামত? আল্লাহর অসন্তুষ্টি বা আখেরাতের পরিণতি খারাপ হওয়ার ইঙ্গিত?

উত্তর: অপবিত্র অবস্থায় মারা যাওয়া দুর্ভাগ্যের আলামত নয়, খারাপ পরিণতির আলামত নয়। বরং অপবিত্র অবস্থায় মারা যাওয়া পবিত্র অবস্থায় মারা যাওয়ার মতই স্বাভাবিক বিষয়। অপবিত্র অবস্থায়ও ইমানের সঙ্গে মৃত্যু হতে পারে, এমন কি শহীদি মৃত্যুও হতে পারে।

ওহুদের যুদ্ধে নবীজির (সা.) সাহাবি হামজা (রা.) ও হানজালা (রা.) শহীদ হয়েছিলেন অপবিত্র অবস্থায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, হামজা (রা.) ও হানজালা (রা.) অপবিত্র অবস্থায় শহীদ হলে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি ফেরেশতাদের দেখেছি, তারা তাদের দুজনকে গোসল করাচ্ছেন। (আল-মু'জামুল কাবির: ১২০৯৪)

তাই কোনো পুরুষের মৃত্যু যদি গোসল ফরজ থাকা অবস্থায় হয়, কোনো নারীর মৃত্যু যদি গোসল ফরজ অবস্থায় বা হায়েজ-নেফাসের মধ্যে হয়, তাহলে তার খারাপ মৃত্যু হয়েছে এ রকম মনে করা ঠিক নয়। এটা নিয়ে তার স্বজন ও শুভাকাঙক্ষীদের মন খারাপ করার কিছু নেই।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।