৭০ ধরনের বিপদ থেকে মুক্তির দোয়া

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৬
৭০টি বিপদ থেকে মুক্তির দোয়া ছবি: আনপ্ল্যাশ

প্রখ্যাত তাবেঈ মাকহুল (রহ.) বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন এমন ৭০ ধরনের বিপদ থেকে যেগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ বা ছোট বিপদ হল দারিদ্র্য।

দোয়াটি হলো:

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ وَلاَ مَنْجَا مِنَ اللَّهِ إِلاَّ إِلَيْهِ

উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, কোনো শক্তিও নেই, আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কেবল তাঁর কাছেই আশ্রয়। (সুনানে তিরমিজি)

এই দোয়াটি আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে। এর অর্থ হলো, পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই আর নেক কাজ করারও কোনো শক্তি নেই—আল্লাহর সাহায্য ছাড়া। তাই নিজের ওপর ভরসা কোরো না, নিজের সামর্থ্যের বড়াই কোরো না। বরং জেনে রাখো, তোমার যেটুকু শক্তি বা ধৈর্য আছে, সবই তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তুমি তাঁর সাহায্য ছাড়া হেদায়াত লাভ করতে পারবে না, তাঁর সহায়তা ছাড়া দ্বীনের ওপর দৃঢ় থাকতে পারবে না, তাঁর হেফাজত ছাড়া গোনাহ থেকে বাঁচতে পারবে না। তাঁর কাছেই সবাইকে ফিরে যেতে হবে, তিনি একমাত্র আশ্রয়। তিনি যদি কোনো অনিষ্ট চান, শাস্তি দিতে চান, তা থেকে অন্য কেউ রক্ষা করতে পারবে না।

এই দোয়াটির প্রথম অংশ অর্থাৎ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’-এর ফজিলত বর্ণিত হয়েছে আরও বেশ কিছু হাদিসে। একটি হাদিসে নবীজি (সা.) এই দোয়াটিকে জান্নাতের ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরি (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন, আমি কি আপনাকে জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব? আমি বললাম, অবশ্যই, হে আল্লাহর রাসুল। তিনি বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলুন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।