নবিজির (সা.) দাদার ছেলে-মেয়ে কয়জন ছিল?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১২ আগস্ট ২০২২

জনপ্রিয় সীরাত গ্রন্থ ইবনে হিশামের তথ্য মতে, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের ১০ ছেলে ও ৬ মেয়ে জন্ম নেয়।

১০ ছেলে
১. আল আব্বাস
২. হামযা
৩. আব্দুল্লাহ (নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা)
৪. আবু তালিব
৫. যুবায়ের
৬. হারেস
৭. হাজলা
৮. মুকাওয়েম
৯. দিরার
১০. আবু লাহাব (প্রকৃত নাম আব্দুল উযযা)

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

৬ মেয়ে
১. সাফিয়া
২. উম্মে হাকিম আল বায়দা
৩. আতিকা
৪. উমায়মা
৫. আরওয়া
৬. বাররাহ

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।