জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৪ আগস্ট ২০২২

নেককার মানুষের শেষ ও চিরস্থায়ী ঠিকানা জান্নাত। মানুষ একবার জান্নাতে প্রবেশ করলে আর বের হতে হবে না। কিন্তু সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? যিনি জান্নাতের শুভ উদ্বোধন করবেন! তিনি আর কেউ নন, তিনি হলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই সুস্পষ্ট ঘোষণা দেন এভাবে-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে দরজা খুলতে বলবো। তখন (জান্নাতের দারোয়ান) খাযেন বলবেন, আপনি কে? আমি বলবো, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তখন খাযেন (জান্নাতের দারোয়ান) বলবেন, আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি। আপনার আগে আর কারও জন্য (জান্নাতের দরজা) খুলবো না।’ (মুসলিম)

সুতরাং জান্নাতে যেতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করুন। তাঁর জীবনাদর্শ মেনে চলুন। তবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাজিলকৃত বিধান এবং তাঁর সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমে তাঁর অনুসরণ করায় জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য অর্জন হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।