আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা করা যাবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদের ডাকে এবং তাদের কাছে শাফাআত কামনা করে, তাদের সম্পর্কে ইসলাম কী বলে? এভাবে মাধ্যম তৈরি করে তাদের আহ্বান করা কি বৈধ?

না, আল্লাহ এবং বান্দার মাঝে তৃতীয় কাউকে মাধ্যম তৈরি করে তাদের ইবাদত করা বা তাদের ডাকা, তাদের শাফাআতকারী মনে করা বৈধ নয় বরং এমনটি করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। মুরতাদ হয়ে যাবে।

যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদের ডাকে এবং তাদের কাছে শাফাআত কামনা করে, সে মুরতাদ হয়ে যাবে। কারণ শাফাআতের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা-

قُلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيْعًا لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই আয়াত্ত্বাধীন, আসমান ও জমিনে তাঁরই সাম্রাজ্য।’ (সুরা যুমার : আয়াত ৪৪)

এক শ্রেণীর লোক আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে এবং তাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করে। অথচ তাদের সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন-

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللهِ مَا لاَ يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللهِ قُلْ أَتُنَبِّئُوْنَ اللهَ بِمَا لاَ يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلاَ فِي الْأَرْضِ

তারা উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্ত্তর, যা না তাদের কোন ক্ষতিসাধন করতে পারে, না পারে উপকার করতে এবং তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বল, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, আসমান ও জমিনের মাঝে যে বিষয়ে তিনি অবহিত নন।’ (সুরা ইউনুস : আয়াত ১৮)

আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা করা কুফরী। মহান আল্লাহ বলেন-

وَعَلَى اللهِ فَتَوَكَّلُوْا إِنْ كُنْتُمْ مُؤْمِنِيْنَ

যদি তোমরা মুমিন হয়ে থাক তবে আল্লাহর উপর ভরসা করো।’ (সুরা মায়েদা : আয়াত ২৩)

অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন-

إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْا إِنْ كُنْتُمْ مُسْلِمِيْنَ

যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনেই থাক এবং যদি মুসলিম হয়ে থাক, তবে আল্লাহর উপর ভরসা করো।’ (সুরা ইউনুস : আয়াত ৮৪)

মহান আল্লাহ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলেন-

قُلْ حَسْبِيَ اللهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ

‘(হে নবি!) আপনি বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে থাকে।’ (সুরা যুমার : আয়াত ৩৮)

সুতরাং মানুষের উচিত, আল্লাহ ছাড়া তৃতীয় কাউকে আহ্বান না করা। অন্য কাউকে শাফাআতকারী মনে না করা। কোরআন-সুন্নাহর উপর যথাযথ আমল করা। কোরআনের দিকনির্দেশনা অনুযায়ী জীবন গঠন করা। শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁরই ইবাদত করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহ অনুযায়ী ইবাদত-বন্দেগিসহ যাবতীয় বিষয়ে আল্লাহর উপর ভরসা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।