ইসলামি লেখক ফোরামের পুরস্কার পেলেন তামীম

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় সেরা ছড়াকার পুরস্কার পেলেন তরুণ ছড়াকার রায়হান আহমেদ তামীম।

৫ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের ৩ শতাধিক সদস্য।

সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রায় ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রবন্ধ, গল্প ও ছড়া বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ২৪ জনকে লক্ষাধিক টাকার বই ও ক্রেস্ট দেওয়া হয়।

প্রবন্ধে পুরস্কার পেয়েছেন গোলাম রাজ্জাক কাসেমী, আমীরুল ইসলাম ফুয়াদ এবং মুহিউদ্দীন আহমাদ মাসূম। গল্প বিভাগে পুরস্কার পান মামুন রাফী, খায়রুল ইসলাম রাজু ও ফয়েজ হাবীব। সেরা ছড়াকার পুরস্কার অর্জন করেন জাকির উসমান, রায়হান আহমেদ তামীম ও আনিস আরমান।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও পনেরো জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা পুরস্কার।

রায়হান আহমেদ তামীম বলেন, ‘কিশোর বয়স থেকেই ছড়া লিখছি। পরিচিত-অপরিচিত মানুষের কাছে বাহবা পেয়েছি। তবে জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়ার ব্যাপারটি লেখালেখি জীবনে অসামান্য অনুপ্রেরণা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।