রমজানের প্রথম রোজার সেহরির শেষ সময়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৩ মার্চ ২০২৩

১৪৪৪ হিজরির রমজান মাস ২৪ মার্চ ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে। মুসলিম উম্মাহ রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে বরকতময় সেহরি খাবে। প্রথম রোজায় সেহরির শেষ সময় কত?

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম রমজানের রোজার সেহরির শেষ সময় (২৪ মার্চ) ভোর ৪:৩৯ মিনিট। প্রথম রোজার ইফতার হবে ৬:১৪ মিনিটে।

এটি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময়। এ সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বিয়োগ করতে হবে।

রমজানের প্রথম রোজার সেহরির শেষ সময়

রমজানের বরকত ও কল্যাণ অর্জনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা অনুযায়ী সেহরি ও ইফতার করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।