ইনজেকশন নিলে কি অজু ভেঙে যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২১ আগস্ট ২০২৩

বাইরে থেকে কোনো খাবার বা ওষুধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।

ইনজেকশন নিলে সাধারণত শরীর থেকে যে সামান্য পরিমাণ রক্ত বের হয়, এইটুকু রক্ত বের হলেও রোজা ভাঙে না। ইসলামি আইন বিশারদদের মতে, শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না।

তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এ পরিমাণ রক্ত বের করা হয় অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।

ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশাজাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এরকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’

ইনজেকশন দিয়ে রক্ত বের করার ক্ষেত্রেও এই মানদণ্ড মনে রাখতে হবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।