যে ধরনের পোশাক পরিধান করতেন রাসুল (সা.)
রাসুল (সা.) সব সময় এক ধরনের পোশাক পরিধান করতেন না। বিভিন্ন সময় তিনি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছেন। মাঝে মাঝে তিনি জুব্বা পরিধান করেছেন এ রকম বর্ণনা পাওয়া যায়। এছাড়া ইয়েমেনি চাদরসহ বিভিন্ন ধরনের চাদর পরিধান করেছেন এ রকম বর্ণনাও পাওয়া যায়।
বারা ইবনে আযেব (রা.) বলেন, নবিজি (সা.) মাঝারি গড়নের ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী জায়গা প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল। আমি তাকে লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছি। তার চেয়ে বেশি সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। (সহিহ বুখারি: ৩৫৫১)
মুগিরা ইবনে শুবা (রা.) বলেন, আমি এক সফরে নবিজির (সা.) সঙ্গে ছিলাম। তিনি আমাকে পানির পাত্র নিয়ে তার সাথে যাওয়ার নির্দেশ দিলেন। আমি তাই করলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তার শরীরে ছিল শাম দেশীয় জুব্বা। তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন। কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নীচের দিক দিয়ে হাত বের করলেন। আমি পানি ঢেলে দিলাম এবং তিনি নামাযের অজুর মতো অজু করলেন। উভয় মোজার উপর মাসাহ করলেন ও পরে নামাজ আদায় করলেন। (সহিহ বুখারি: ৩৬৩)
আরবের একটি প্রচলিত পোশাক ছিল বুরদা। বুরদা এক ধরনের ছোট বর্গাকৃতির চাদর যা জামার ওপরে পরা হতো। রাসুল (সা.) বুরদা পরেছেন এ রকম বর্ণনাও পাওয়া যায়। খাব্বাব ইবনে আরাত (রা.) বলেন, আমি একদিন রাসুলের (সা.) কাছে অভিযোগ নিয়ে গেলাম। রাসুল (সা.) তখন কাবার ছায়ায় তার পরিধেয় বুরদার ওপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। আমি বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না, আমাদের জন্য আল্লাহর কাছে দুআ করবেন না? (সুনানে নাসাঈ)
এ হাদিসগুলো থেকে বোঝা যায়, পরিবেশ, আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় রাসুল (সা.) বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছেন। সব সময়ের জন্য পোশাকের কোনো নির্দিষ্ট ধরন নিজের জন্য আবশ্যক করে নেননি।
ওএফএফ/জিকেএস