নবিজির (সা.) খুতবা

মহান আল্লাহ সম্পর্কে পাঁচটি কথা

ওমর ফারুক ফেরদৌস
ওমর ফারুক ফেরদৌস ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

আবু মুসা (রা.) বলেন, একবার আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাড়িয়ে পাঁচটি কথা বললেন,

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَنَامُ وَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ

আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো তার সাজে না। তিনি দাঁড়িপাল্লা ওঠানামা করান। দিনের আগে রাতের সব আমল তার কাছে পেশ করা হয় এবং রাতের আগে দিনের সব আমল তার কাছে পেশ করা হয়। তিনি নুরের পর্দায় আচ্ছাদিত; যে পর্দা উন্মোচিত হলে তার চেহারার দীপ্তি তার দৃষ্টিসীমা পর্যন্ত তার সব সৃষ্টিজীবকে দগ্ধীভূত করে ফেলবে। (সহিহ মুসলিম)

আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) একদিন মিম্বরে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবি মুসার (আ.) অন্তরে প্রশ্ন জেগেছিলো, মহান আল্লাহ ঘুমান কি না। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার কাছে পাঠালেন। ওই ফেরেশতা তাকে তিন দিন জাগিয়ে রাখলেন। তারপর তার দুহাতে দুটি কাচের পাত্র দিয়ে সেগুলো হেফাজত করার নির্দেশ দিলেন। বারবার তার ঘুম এসে যাচ্ছিলো এবং হাত থেকে কাচের পাত্র পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিলো। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন এবং কাচের পাত্রদুটি ভেঙে গেলো। রাসুল (সা.) বলেন, এভাবে আল্লাহ তাকে বোঝালেন, যদি আল্লাহ ঘুমাতেন, তাহলে আকাশ ও পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারতেন না। (আবু ইয়া’লা)

/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।