স্বামীর মৃত্যুর পর শোক পালন কি সামাজিক প্রথা?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

স্বামীর মৃত্যুর পর অন্তঃসত্ত্বা নন এমন নারীদের ৪ মাস ১০ দিন এবং অন্তঃসত্ত্বা নারীদের সন্তানের জন্ম পর্যন্ত ইদ্দত পালন করা ওয়াজিব। কোরআনে আল্লাহ বলেছেন,

وَ الَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَ یَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِهِنَّ اَرۡبَعَۃَ اَشۡهُرٍ وَّ عَشۡرًا فَاِذَا بَلَغۡنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِهِنَّ بِالۡمَعۡرُوۡفِ وَ اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ

‘আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদের রেখে যাবে, তাদের স্ত্রীরা চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে। যখন তারা ইদ্দতকাল পূর্ণ করবে, তখন নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে, সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা কর, সে ব্যাপারে আল্লাহ সম্যক অবগত।’ (সুরা বাকারা: আয়াত ২৩৪)

স্বামীর মৃত্যুর ইদ্দতের সময় নারীদের সাজসজ্জা ত্যাগ করার নির্দেশ এসেছে বিভিন্ন হাদিসে। এটা সামাজিক প্রথা বা কুসংস্কার নয়, বরং শরিয়তের বিধান। উম্মে সালামা (রা.) বলেন, নবিজি (সা.) বলেছেন, যে নারীর স্বামী মৃত্যুবরণ করে, সে যেন ইদ্দতকালীন সময় রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। সে যেন খিজাব ও সুরমাও ব্যবহার না করে। (সুনানে আবু দাউদ: ২২৯৮)

উম্মে হাবিবা (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি যে, আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি সময় শোক পালন করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা বৈধ নয়। স্বামীর মৃত্যুর পর সে ৪ মাস ১০ দিন সাজসজ্জা থেকে বিরত থাকবে। (সহিহ বুখারি: ৫৩৩৪)

স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনের সময় যে কাজগুলো থেকে নারীরা বিরত থাকবেন

১. অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকবেন। তবে প্রয়োজন হলে বের হতে পারবেন। যেমন পড়াশোনা, কর্মস্থলে যাওয়া, অসুস্থ হলে হাসপাতালে যাওয়া ইত্যাদি প্রয়োজনে বের হতে পারেন, তবে রাতের মধ্যে স্বামীর ঘরে ফিরে যাবেন এবং সেখানে অবস্থান করবেন।একান্ত জরুরি অবস্থা ছাড়া রাতে স্বামীর ঘর থেকে হবেন না।

২. সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তবে শরীরে দুর্গন্ধ হলে কম ছড়ায় এমন কোনো সুগন্ধি প্রয়োজন পরিমাণ ব্যবহার করতে পারেন।

৩. অলংকার পরিধান করা বা যে কোনো সাজসজ্জা গ্রহণ করা থেকে থেকে বিরত থাকবেন। যে পোশাক সাজ হিসেবে গণ্য হয়, তা পরিধান করা থেকে বিরত থাকতে হবে।

৪. সুরমা বা কাজল পরা থেকে বিরত থাকবেন। ঘুমের সময় চোখে সুরমা দেওয়ার অভ্যাস থাকলে ঘুমের সময় লাগাতে পারেন, ঘুম থেকে উঠে মুছে ফেলবেন।

ইদ্দতের সময় স্বাভাবিক কথাবার্তা ও কাজকর্ম করা বৈধ। ইদ্দতের সময় নারীরা পুরুষদের সাথে সরাসরি বা টেলিফোনে স্বাভাবিক কথাবার্তা বলতে পারবেন। তবে বিয়ের প্রস্তাব দেওয়াব বা বিয়ে সংক্রান্ত আলোচনা থেকে বিরত থাকতে হবে।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।