নফল নামাজ ঘরে পড়া উত্তম

ওমর ফারুক ফেরদৌস
ওমর ফারুক ফেরদৌস ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

জায়েদ ইবনে সাবেত (রা.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে খেজুরের পাতা অথবা চাটাই দিয়ে একটি ছোট হুজরা তৈরি করলেন। রাতে তিনি ওই হুজরায় নামাজ পড়তেন। কিছুদিনের মধ্যে একদল সাহাবি তার সাথে জমা হওয়া শুরু করলেন। তারা প্রতি রাতেই আসতেন।

এক রাতে তারা এসে নবিজিকে (সা.) পেলেন না। তিনি বের হতে দেরি করছিলেন। তারা ভাবলেন নবিজি (সা.) ঘুমিয়ে পড়েছেন। তারা তখন উচ্চৈস্বরে কথা বার্তা বলতে লাগলেন, আওয়াজ করতে লাগলেন যেন নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের উপস্থিতি বুঝতে পেরে বের হয়ে আসেন।

এক পর্যায়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাগাম্বিত হয়ে বেরিয়ে এসে বললেন, আপনারা যা করছেন তাতে আমি আশংকা করছি যে সম্ভবত এ নামাজটি না আপনাদের ওপর ফরজ করে দেওয়া হয়! ফরজ করে দেওয়া হলে আপনারা এ নামাজ নিয়মিত আদায় করতে পারবেন না। তাই আপনারা ঘরেই নামাজ আদায় করুন। ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে পড়াই উত্তম।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।