সুবহে সাদিকের পর তিলাওয়াতে সিজদা আদায় করা যাবে?
সুবহে সাদিকের পর অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য নফল নামাজ পড়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। এ সময় নফল নামাজ পড়া মাকরুহ। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৪৭৫৭)
তবে এ সময় তিলাওয়াতের সিজদা আদায় করা মাকরুহ নয়। কেউ যদি এ সময় কোরআন পাঠ করে, সিজদার আয়াত তিলাওয়াত করলে তিনি সিজদা করতে পারেন।
আসরের নামাজের পরও তিলাওয়াতের সিজদা আদায় করা যায়
আসরের ফরজ নামাজ পড়ে ফেলার পর থেকে সূর্য নিস্প্রভ ও হলুদ হয়ে যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। আবু হোরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৯৫৭)
তবে এ সময়ও তিলাওয়াতের সিজদা আদায় করা মাকরুহ নয়। আসরের পর সূর্য নিস্প্রভ ও হলুদ হওয়া পর্যন্ত তিলাওয়াতের সিজদা আদায় করা যাবে।
যে সময়গুলোতে নফল নামাজ নিষিদ্ধ তথা সূর্যোদয়, সূর্যাস্ত ও দ্বিপ্রহরের সময় সিজদায়ে তিলাওয়াত আদায় করাও নিষিদ্ধ। তাই এ সময়গুলোতে তিলাওয়াতের সিজদা আদায় করা থেকে বিরত থাকতে হবে।
আগে সিজদার আয়াত তিলাওয়াত করে এ সময় সিজদা করলে সিজদা আদায়ই হবে না, পুনরায় তা আদায় করতে হবে। যদি এ সময় কারো ওপর তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়, তার জন্যও এ সময় সিজদা আদায় না করে পরে আদায় করা উত্তম। তবে সে এ সময়ে সিজদা করলে তার সিজদা আদায় হয়ে যাবে।
ওএফএফ/জিকেএস