৩৩০ বছরের পুরনো হাতে লেখা ক্ষুদ্র কুরআনের সন্ধান


প্রকাশিত: ০৬:০০ এএম, ০১ আগস্ট ২০১৬

১১০০ হিজরি সালে হাতে লেখা ৩৩০ বছর পূর্বেকার সবচেয়ে ক্ষুদ্র দুর্লভ কুরআনুল কারিমের কপির সন্ধান পাওয়া গেছে। যার দৈর্ঘ ১.৪ সেন্টিমিটার। ইয়েমেনে প্রাপ্ত এই ক্ষুদ্রতম কুরআনের কপির পাতায় পাতায় রয়েছে অনন্য নকশা ও ক্যালিওগ্রাফি, যা প্রাকৃতিক উদ্ভিদের রঙ ব্যবহার করে করা হয়েছে।

ইয়েমেনের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ইবাদুল্লাহ হাসানির তত্ত্বাবধানে থাকা কুরআনের কপিটি এখন পর্যন্ত পাওয়া ক্ষুদ্রতম কুরআনুল কারিমের কপিগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।

কুরআনুল কারিমের এ কপিটি কে বা কারা লিখেছেন বা এটি ইয়েমেনের কোন অঞ্চলে লিখিত হয়েছে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এর তথ্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

Quraner-copy-Inner

ইসলামি ঐতিহ্যের ধারক হাতে লেখা এ কুরআনের কপিটি যথাযথ সংরক্ষণের অভাবে এর কভারের নকশা এবং ভিতরের লেখা অনেকটাই জীর্ণ হয়ে গেছে। ইসলামের এ জাতীয় দুর্লভ সংগ্রহগুলোর যথাযথ সংরক্ষণ করা অত্যন্ত আবশ্যক।

আগামী প্রজন্মের জন্য ইসলামি ঐতিহ্যের জানান দিতে কুরআনের এ দুর্লভ কপিটিকে যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।