ঢাকার যেসব মসজিদ ও স্থাপনায় নামাজ পড়তে পারবে নারীরা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৭ এপ্রিল ২০১৭

ঢাকাকে বলা হয় মসজিদের শহর। প্রায় প্রতিটি গলিতে রয়েছে এক বা একাধিক মসজিদ। যেখানে শুধুমাত্র পুরুষদের নামাজের ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রায় মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা নেই।

আবার যে সব এলাকার মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে, তা আবার অধিকাংশেরই জানা নেই। নারীদের মসজিদের লোকেশন জানা না থাকার কারণে অনেকেই সময় মতো নামাজ আদায় করতে পারে না।

তাদের জন্য এ আয়োজন। ঢাকা শহরের যে সব মার্কেট, হসপিটাল ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ে জায়গার ব্যবস্থা রয়েছে, তা হলো-

মসজিদসমূহ
>> ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
>> নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে)
>> ঢাকা নিউ মার্কেট মসজিদ
>> সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭)
>> বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি ৮)
>> তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেক সংলগ্ন)
>> বায়তুল মামুর মসজিদের ২য় তলা (সায়েন্সল্যাব)
>> আল-আমিন মসজিদ, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর
>> রমনা থানা জামে মসজিদ
>> আযাদ মসজিদ (গুলশান ২)
>> ফেরদৌসি মসজিদ, মিরপুর-১
>> উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ

মার্কেটসমূহ
>> রাইফেলস স্কয়ার (জিগাতলা)
>> ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছাদে
>> রাপা প্লাজার ৫ম তলায় জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭)
>> গাউছিয়া মার্কেটের নিচ তলায় (ধানমন্ডি হকারস মার্কেটের এর উল্টোদিকে)
>> চাঁদনি চকের ৩য় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে)
>> বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ (৪র্থ তলায়)
>> জেনেটিক প্লাজা ১ম তলা (ধানমন্ডি ২৭)
>> টুইন টাওয়ার শপিং সেন্টার, শান্তিনগর (৪র্থ তলা)
>> মৌচাক মার্কেট (৪র্থ তলা)
>> ডিসিসি সুপার মার্কেট (গুলশান ১)
>> পিঙ্ক সিটি (বেইজমেন্ট)
>> নর্থ টাওয়ার (মার্কেট) ৮ম তলা, উত্তরা হাউজ বিল্ডিং

হাসপাতাল
>> ইউনাইটেড হসপিটাল (৩য় তলা)
>> স্কয়ার হসপিটাল
>> অ্যাপোলো হসপিটাল (৫ম তলা)
>> ল্যাব এইড ডায়াগনস্টিক হসপিটাল (১.৫ তলা)
>> ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমণ্ডি (বেইজমেন্ট)

উল্লেখিত স্থানগুলোতে নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। যা নারীদের নামাজ আদায়ে সহায়ক হবে।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।