আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ফারহান হাবিব আওলাদের জর্ডান গমন


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৪ জুন ২০১৭

বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে আজ (১৪ জুন) জর্ডানের রাজধানীয় আম্মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা।

জর্ডানের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ধর্মমন্ত্রণালয়ের অধীনে বাছাই পরীক্ষায় শতাধিক প্রতিযোগির মধ্যে ১ম স্থান অর্জন করে জর্ডান গেলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ ফারহান হাবিব আওলাদ।

আজ (১৮ রমজান) থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৭ রমজান। হাফেজ ফারহান হাবিব আওলাদ প্রতিযোগিতায় ভালো ফলাফলের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী ও হাফেজ ফারহান হাবিব আওলাদ।

আল্লাহ তাআলা হাফেজ ফারহান হাবিব আওলাদকে কুরআনের এ প্রতিযোগিতায় সফলতা দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।