বুয়েট কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাও. আবুল ফাত্তাহ’র ইন্তেকাল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আবুল ফাত্তাহ (৬২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা আবুল ফাত্তাহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি’র জামাতা। তিনি দীর্ঘ দিন বুয়েট কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। আজ সকালে বুয়েট মাঠে মরহুমের জানা অনুষ্ঠিত হয়।
আল্লাহ তাআলা মুরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।
এমএমএস/এমকেএইচ