দুঃখ ও সংগ্রামের মাঝে ফিলিস্তিনিদের ঈদ উৎসবের খণ্ডচিত্র

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মসজিদে আকসায় ঈদের নামাজ পড়ার পক্ষ-বিপক্ষ সংবাদ প্রকাশ পেয়েছে। মসজিদে আকসায় নামাজ পড়ার পক্ষ-বিপক্ষ মতামত কোনোটিই ঈদ উল আজহা উদযাপন রুখতে পারেনি।
Eid
অস্ত্রের নলের মুখে মসজিদে আকসায় নামাজ পড়তে না পারলেও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার নামাজ ও উৎসব।
Eid
ফিলিস্তিনিদের ঈদের এসব নিরানন্দ ছবি ও উৎসবের ছবি প্রকাশ পেয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ও নারীদের ঈদের নামাজের এসব চিত্রে কিছু সময়ের জন্য হলেও কারো মুখে ফুটে ওঠেছে একচিলতে হাসি।
Eid
আবার অনেককেই দেখা যায় চিন্তামগ্ন। উদাস দৃষ্টি। না পাওয়া ও প্রিয়জন হারানো বেদনার হাহাকার। দেশ ও প্রিয় ভূখণ্ড হারানোর বেদনাও ফুটে উঠছে কপালের ভাজ পড়া রেখায়।
Eid
শুধু ফিলিস্তিনেই নয়। সম্প্রতি জম্মু-কাশ্মীরেও চলছে মুসলিম নিধন। কাশ্মীরের প্রধান ঈদগাহে এবার পবিত্র ঈদ উল আজহার জামাআত অনুষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন ধরে মজলুম ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্মম নির্যাতন, বসতভিটা থেকে উচ্ছেদ ও বর্বরতায় ঈদের নামাজ ও উৎসবে নেই প্রাণ। তাদের নিরানন্দময় বিধ্বস্ত অভিব্যক্তিই প্রমাণ করে ফিলিস্তিন ভুখণ্ডেই যেন তারা আধাবন্দী। মিডলইস্ট মিররসহ অনেক গণমাধ্যমই তাদের এসব ছবি প্রকাশ করেছে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।