রমজানজুড়ে রোজাদারের বিশেষ ৬ আমল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২১

রহমত ও কল্যাণের মাস রমজান। এ মাসের কল্যাণ লাভে রয়েছে বিশেষ ৬ আমল। রোজাদার মুমিন মুসলমান মাসব্যাপী কল্যাণ ও সাওয়াবের যে ৬ আমল করবেন, তাহলো-

> তারাবিহ নামাজ পড়া
‘হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সাওয়াব লাভের আশায় ক্বিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (বুখারি)

> শেষ রাতে সাহরি খাওয়া
অল্প হলেও রোজা রাখার নিয়তে শেষ রাতে সাহরি খাওয়া কল্যাণের। অন্তত একটি খেজুর দিয়ে হলেও সাহরি খাওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘তোমরা সাহরি খাবে, কেননা এতে অনেক বরকত রয়েছে।’ (বুখারি)

> খেজুর দিয়ে ইফতার করা
ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর দিয়ে ইফতার করা। খেজুর না পেলে সাদা পানি পানে ইফতার করা। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুর খেয়ে (মাগরিবের) নামাজের আগে রোজা ভঙ্গ করতেন।’ (আবু দাউদ)

> ইফতারে দেরি না করা
সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। সময় হওয়ার পর অযথা রোজা ভাঙতে দেরি না করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলঅইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে, যতদিন তারা (সময় হওয়ার সঙ্গে সঙ্গে) তারাতারি ইফতার শুরু করবে।’ (মুসলিম)

আরও পড়ুন > রমজানে যে বিশেষ দোয়া পড়বেন

> মিথ্যা ও মন্দ কাজ ছেড়ে দেয়া
রোজা রেখে মিথ্যা ও মন্দ কাজ থেকে বিরত থাকা ঈমানের অন্যতম দাবি। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করায় (রোজা রাখায় আল্লাহর) কোনো প্রয়োজন নেই।’ (বুখারি)

> খারাপ কথায় ভালো জবাব দেয়া
রোজাদারের সঙ্গে কোনো ব্যক্তি খারাপ কথা বা কাজ করার বিপরীতে ভালো কথায় উত্তর দেয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘কেউ যদি মন্দ কথা বলে, রাগানোর চেষ্টা করে, তখন তাকে এ কথা বলা যে, আমি রোজাদার।’ (নাসাঈ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজান মাসব্যাপী এ কাজগুলো যথাযথ আদায় করে রমজানের অবিরত রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভে ধন্য হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের প্রস্তুতি গ্রহণ ও উল্লেখিত মাসনুন আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।