আল্লাহর দিকে প্রত্যাবর্তনের ধরন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:১৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা ভবে’ পৃথিবীর প্রতিটি প্রাণকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফিরে যাবে আল্লাহর নিকট। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে আল্লাহ ব্যতিত অন্য কারো নিকট বা অন্য কোথাও ফিরে যাবে। আল্লাহ বলেন-

Quran-Inner

অবশেষে তোমাদেরকে তারই মহান দরবারে প্রত্যাবর্তন করতে হবে। (সুরা বাক্বারা : আয়াত ২৮)

প্রত্যাবর্তনের ধরন-
কুরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহর দরবারে বান্দার প্রত্যাবর্তনে ধরন হবে দুইভাবে-

ক. সন্তুষ্ট চিত্তে : যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান বা বিশ্বাস স্থাপন করে এবং ঈমানের দাবি অনুসারে নেক আমল করে তাদের প্রত্যাবর্তন হবে সন্তুষ্ট চিত্তে। এ ব্যাপারে আল্লাহ বলেন-

‘হে প্রশান্ত আত্মা, ফিরে আস তোমার প্রতিপালকের নিকট এ অবস্থায় যে, তুমি তাঁর প্রতি প্রসন্ন এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এরপর আমার বান্দাগণের মধ্যে শামিল হয়ে যাও এবং বেহেশতে প্রবেশ কর।’ (সুরা ফাজর : আয়াত ২৭-৩০)

খ. বাধ্য হয়ে : যারা আল্লাহর মহান দরবারে প্রত্যাবর্তন করে বাধ্য হয়ে, পরকালীন জিন্দেগির ইচ্ছাপোষণ করে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন-

‘নিশ্চয় যারা আমার মোলাকাতের আকাংক্ষা রাখে না, যারা দুনিয়ার এ ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে সন্তুষ্ট এবং নিশ্চিন্ত, আর যারা আমার নির্দশনসমূহ থেকে গাফেল, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এ শোচনীয় পরিণামের জন্য দায়ী হলো তাদের যাবতীয় কার্যাবলী। (সুরা ইউনুস : আয়াত ৭)

সুতরাং আল্লাহর সাক্ষাতের আকাংক্ষী প্রত্যেক বান্দার উচিত, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে কুরআন-সুন্নাহর নির্দেশিত পথ অনুসরণ করে সন্তুষ্ট চিত্তে আল্লাহর নিকট ফিরে যাওয়া। হে আল্লাহ! আপনি সমগ্র মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।