তিন গোয়েন্দার লেখকের চিকিৎসার জন্য সাহায্য দরকার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০১ অক্টোবর ২০২৫

সবার প্রিয় ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান প্রচণ্ড অসুস্থ। তার চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভ্রমণের যুবরাজ তারেক অণু। ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ১৭ মিনিটে তিনি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এমন আহ্বান জানান।

তারেক অণু লিখেছেন, ‘রকিব হাসান সারাজীবন ধরে আমাদের সাহায্য করে চললেন নানাভাবে। এখন আমাদের সামান্য অর্থের সাহায্য ওনার দরকার। জানতে পারলাম, আমাদের সবার প্রিয় তিন গোয়েন্দার লেখক রকিব হাসান প্রচণ্ড অসুস্থ। খুব দুঃখজনকভাবে উনার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। পরিবার ও কাছের কিছু আত্মীয়-স্বজনরা এতদিন খরচ বহন করলেও ইদানীং বিষয়টা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

আরও পড়ুন
নুরা পাগলা আর নুরাল পাগলা আলাদা ব্যক্তি
হাসপাতালে বিয়ে নতুন এক ইতিহাস

তিনি লিখেছেন, ‘তাই ওনার সুচিকিৎসার জন্য পাঠক সমাজ ও বিভিন্ন সংস্থার মানবিক সাহায্য প্রয়োজন। রকিব হাসান সাহেবের পরিবারের সাথে আলাপ করে অনুমতি সাপেক্ষে পোস্টটি দেওয়া হলো। সবাইকে ওনার পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। ওনার জন্য প্রতিনিয়ত এ নেগেটিভ ডোনারও দরকার হয় খুব জরুরি ভিত্তিতে। পোস্টটি শেয়ার করে অন্যদের সহযোগিতা করতে আহ্বান করুন।’

সবশেষে তিনি লিখেছেন, ‘নিচে রকিব হাসান সাহেবের বড় ছেলের বিকাশ নাম্বার ও রকিব হাসান সাহেবের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দেওয়া হলো। নাম: ABUL QUASHEM MD. ABDUR RAKIB; হিসাব নম্বর: 0921101228036; পূবালী ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। বিকাশ: 01771-203343 (রাহিদ হাসান)। বিকাশের নাম্বার রেজিস্টার্ড হুমায়রা মাহবুবা নামে। কেউ বিকাশে সাহায্য করতে চাইলে নাম্বারটা প্লিজ মিলিয়ে নেবেন।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।