জুলকারনাইন সায়েরের পোস্ট
‘তুলির রাজনৈতিক পরিচয় কখনোই বিবেচনা করিনি’
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করেছে বিএনপি। সম্প্রতি তাকে ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এমনকি নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে। তারই জবাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
১৫ নভেম্বর দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘সানজিদা ইসলাম তুলি—একজন মা, একজন কন্যা, একজন বোন, একজন স্ত্রী।
বলপূর্বক অপহরণের শিকার একটি পরিবারের সদস্য এই তুলি ও তাঁর বোন কতটা ভয়াবহ সময়ের মধ্যে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারদের সংগঠন মায়ের ডাক গড়ে তুলেছেন; সেটা নিশ্চিতই ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই।
আরও পড়ুন
উন্মুক্ত মাঠে আজহারীর এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত
সালমান শাহ হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে
নিজ পরিবারের প্রিয় সদস্যটিকে চিরতরে হারিয়ে ফেলা মানুষগুলোকে একত্রিত করে, তাঁদের কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে দিতে মায়ের ডাক যা করেছে, সেটার প্রাপ্য সম্মান হয়তো রাষ্ট্র প্রদান করতে কুণ্ঠিত বোধ করেছে।
তবে ভিকটিম পরিবারের সদস্যসহ, আমার মতো আরও যারা সাংবাদিক ও অধিকারকর্মী আছেন, তাঁদের কাছে তুলি ও তাঁর পরিবার হয়ে উঠেছে অতি আপনজন।
আমার জন্য তুলি একজন বোন—তাঁর রাজনৈতিক পরিচয় কি সেসব কখনোই বিবেচনা করিনি, একজন মানুষ তুলি কেমন সেটা আমার ভালোই জানা আছ, আর সেটাই মূখ্য।
একজন মা, একজন কন্যা, একজন বোন, একজন স্ত্রীকে কেবল তাদের পক্ষেই নোংরা ভাষায় আক্রমণ করা সম্ভব—যাদের পরিবার তাদের সন্তানটিকে মা, কন্যা, বোন, স্ত্রী’র মর্যাদা শেখাতে ব্যর্থ হয়েছে।’
এসইউ/এএসএম