কেটে গেলো আরও এক গুজবের রাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫

সোশ্যাল মিডিয়া মানেই এখন গুজব মনে হয়। কোনটি সত্য, কোনটি মিথ্যা—বিশ্বাস করাই কঠিন। এই গুজবের ছড়াছড়ি নতুন কিছু নয়। কারণ চার দেওয়ালের মাঝে বসে যে কোনো কিছুই লিখে ফেলা যায়। সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক বা না হোক। তেমনই একটি রাত গেল ২৩ জানুয়ারি। রাতভর গুজবে সয়লাব হয়েছে দেশ।

আব্দুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘লাইলাতুল গুজব দেখে ঘুমটাও ভালো হয়েছে। সকালটাও খুব সুন্দর, ঘুম থেকে উঠুন...।’

সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘ব্যাংকক সার্জিস চলে গেছে। কুমিল্লায় হাসনাত। আসিফ দুবাই।’

রূপম রাজ্জাক লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গেলেই এরা গুজব ছড়ায়। এবারের গুজবের শিরোনাম ‘পালিয়ে সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনুস’। এদের এত কারেন্ট আসে কোত্থেকে?’

আরও পড়ুন

সাব্বির আহমেদ লিখেছেন, ‘তাইলে শেষ পর্যন্ত কে কোথায় পালালো? ময়ুখ রঞ্জনের সবশেষ তথ্য কী বলছে? বিস্তারিত কেউ বলতে পারবেন?’

মো. শাওন মাহমুদ লিখেছেন, ‘কী দিন আইলো, এরা ঘুমের ঘোরেও সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহকে দেখে!’

ওয়াসিম ফারুক লিখেছেন, ‘সারা রাত্র পিটাইছে সাপ, সকালে দেখে দড়ি!’

সৈয়দ আল হাসান শিমুল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল সারারাত ছিল গুজবের রাত।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।