অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের বিনিময়ে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফাইটব্যাক করে। এতে এই অভ্যুত্থানের নতুন অধ্যায় শুরু হয়। এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

সারজিস ফেসবুকে লেখেন, ২৪ এর অভ্যুত্থানে যেদিন আমাদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হলো সেদিন ক্যাম্পাস ছাড়ার সময় বারবার মনে হচ্ছিলো - কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলন কি এখানেই শেষ হয়ে যাবে? খুনি হাসিনা কি লাশের মধ্য দিয়ে এই আন্দোলন এখানেই শেষ করে দিবে কিংবা সাময়িকভাবে এই আন্দোলন এখানে থেমে গেলেও আমরা কি আবার রাজপথে ফিরতে পারবো?

jagonews24.com

তিনি ওই পোস্টে আরও লেখেন, কিন্তু ঠিক তার পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা রক্ত আর জীবনের বিনিময়ে ইতিহাসের যে অন্যতম গুরুত্বপূর্ণ ফাইটব্যাক করে তা এই অভ্যুত্থানের নতুন অধ্যায় শুরু করে।

সারজিস আলম লেখেন, চব্বিশের ইতিহাসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসী সহযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনাদের প্রতি বাংলাদেশের আজীবনের ঋণ।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।