গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে কঠিন: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.তাসনিম জারা বলেছেন, গতরাতটি ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। আমি একটি ভাবনা শেয়ার করতে চাই, যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে। এটি দোষারোপের সময় নয়। এটি আত্মবিশ্লেষণের সময়।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

তিনি লেখেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ছোটখাটো প্রতিদ্বন্দ্বিতা ও অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে হুমকির মুখে ফেলছে। আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য রক্ত ঝরানো আশা-আকাঙ্ক্ষাকে ক্ষণিকের লাভের জন্য বিপন্ন করতে পারি না।

তিনি আরও লেখেন, ইতিহাস আমাদের শেখায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই সমাজকে বিভক্ত ও মেরুকরণ করে পুরনো শাসনকে নতুন নামে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন তা কখনও না হতে দেই। আমাদেরকে দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব এসেছিল সাধারণ মানুষের হাত ধরে। তাই সংযম, সংলাপ ও ঐক্যের ঋণও আমাদের সেই মানুষদের প্রতিই।

তিনি আহ্বান জানিয়ে লেখেন, আসুন এই মুহূর্তটি হোক ঐক্যের এক মোড়, বিভেদের নয়।

এনএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।