বাংলা একাডেমি

নগদ মূল্যে লিটল ম্যাগাজিন সংগ্রহের ঘোষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়া ফেসবুকে নগদ মূল্যে লিটল ম্যাগাজিন সংগ্রহের ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। ১৮ নভেম্বর বিকেল ৪টা ৫৬ মিনিটে বাংলা একাডেমির পেজে ড. মাহবুবা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমির উদ্যোগে আখতারুজ্জামান ইলিয়াস লিটল ম্যাগাজিন সংগ্রহশালার জন্য লিটল ম্যাগাজিনের সম্পাদকদের কাছ থেকে নগদ মূল্যে ম্যাগাজিন সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন
হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে ভক্তদের আবেগঘন পোস্ট 
কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা 

প্রকাশিত প্রতিটি সংখ্যার ২ কপি করে ক্রয় করা হচ্ছে। পুরো সেট সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে দুর্লভ ম্যাগাজিন ফটোকপি করে জমা দিতে পারেন। ফটোকপির বিল দেওয়া হবে।

এ ব্যাপারে যোগাযোগ: ড. মাহবুবা রহমান, সহপরিচালক (চলতি দায়িত্ব), সংস্কৃতি উপবিভাগ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবন, ৭ম তলা, বাংলা একাডেমি, ঢাকা।

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।