তরুণ কবি শ্বেতাকে বাঁচাতে ৮০ লাখ টাকা প্রয়োজন

শ্বেতা শতাব্দী এষ বাংলাদেশের একজন তরুণ কবি। প্রতিভাময়ী এই কবি জন্ম থেকেই বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত; এ রোগ তার জীবনকে অবর্ণনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার উপান্তে দাঁড় করিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জীবনসংগ্রামী কবি যখন চাকরির সন্ধানে ছুটছেন; তখন লিভার ক্যান্সার তার পথের আলো নিভিয়ে দিতে প্রতাপী হয়ে উঠেছে। তাকে রেডিও থেরাপি নিতে হয়েছে দিল্লির মেদান্ত হসপিটালে। এখন ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইজেশন থেরাপি নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট ব্যতীত কোনো উপায় নেই।
শ্বেতাকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। আমরা চেষ্টা করলে অতি স্বল্প সময়ে টাকার ব্যবস্থা নিশ্চিত করে তরুণ কবির শিল্পময় স্বপ্নকে সজীব রাখতে পারি। সম্পদশালী, দয়ালু ব্যক্তি কিংবা সহমর্মী সংগঠন এগিয়ে আসতে পারেন। আমরা সবাই মিলে শ্বেতাকে বাঁচাতে চাই।
তরুণ এই কবিকে বাঁচাতে সাহায্য-সহযোগিতা করতে সংবেদনশীল সক্ষম লোকদের অনুরোধ জানিয়েছেন শ্বেতার বোন মন্দিরা এষ।
অনুদান পাঠানোর ঠিকানা-
শতাব্দী এষ
অ্যাকাউন্ট নম্বর: ৪৪৩৯ ৬০১০১ ৯০৩৩, সোনালী ব্যাংক পিএলসি
ব্রাঞ্চ: বেগম রোকেয়া সরণি, পশ্চিম মনিপুর, ঢাকা, বাংলাদেশ।
ব্রাঞ্চ কোড: ০৬৭
সুইফট কোড: BSONBDDH
রাউটিং নম্বর: ২০০২৬০৬৭৯
পেপ্যাল: Paypal.me/AlokanandaB
ই-মেইল: bhmk61@yahoo.com
মন্দিরা এষ (বোনের বিকাশ) নম্বর: +৮৮০১৯২১০০৬৬২৭
ছবি ভৌমিক (মায়ের বিকাশ ও নগদ) নম্বর : +৮৮০১৯৩১৫৫১৮৬৫
এসইউ/জিকেএস