আসুন হাবিপ্রবির ছাত্র রাব্বীর পাশে দাঁড়াই


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১২ নভেম্বর ২০১৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ (মার্কেটিং) বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. গোলাম রাব্বী মরণব্যাধি ক্যান্সারে (Hodgkin`s Lymphoma with right lower limb DVT) আক্রান্ত।
 
মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের বেডে অশ্রুসিক্ত রাব্বীর দুই চোখে এখন শুধুই বাঁচার স্বপ্ন। কিন্তু তার এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার ব্যয়। ৩০ লাখ টাকা প্রয়োজন তাকে সুস্থ করতে।

যা রাব্বীর অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা মো. হারুনুর রশীদের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। ছেলেকে বাঁচাতে ইতোমধ্যে পেনশনের সব টাকা তুলে ফেলেছেন তিনি। এখন নিঃস্ব হয়ে অপেক্ষা করছেন হৃদয়বানদের।

কিছুদিন আগে হালকা অসুস্থ রাব্বী। হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে যাওয়ায় রক্ত পরীক্ষা করা হয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেখানেই ধরা পড়লো মরণব্যাধি ক্যান্সার।

সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা দিতে পারলে হয়তো তাকে বাঁচানো যাবে।

এদিকে রাব্বীকে বাঁচাতে সাধ্যমত চেষ্টা করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সে বগুড়ার ধুনট উপজেলার খাটিয়াবাড়ি গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে।

রাব্বী মাধ্যমিকে সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ অর্জন করেছে। স্কুল-কলেজের পাঠ চুকিয়ে স্বপ্ন পূরণে ভর্তি হয় হাবিপ্রবিতে।
 
আমাদের সবার ছোট ছোট প্রচেষ্টা আর কিছু সাহায্য কিন্তু বাঁচাতে পারে রাব্বীকে। পারে তার অসহায় মা-বাবার মুখে হাসি ফোটাতে।

আসুন রাব্বীর পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি। তাকে সহযোগিতা করতে পারেন রাব্বীর বোনের ০১৭২৮৭৪৬৪২০ (পার্সোনাল) বিকাশ নম্বরে। সাহায্য পাঠাতে পারেন ডাচ্‌-বাংলা ব্যাংকের ০১৭৩৮৪৭১৭৪১-০ নম্বরেও।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।