মুম্বাইয়ের বিপক্ষে প্রস্তুত নারিন, আগের ম্যাচ খেলেননি কেন?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ৩০ মার্চ ২০২৫

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়দের হয়ে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেললেও দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেননি দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার সুনিল নারিন।

তবে আগামী সোমবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে প্রস্তুত নারিন। এরইমধ্যে ভালোভাবে অনুশীলনও সম্পূর্ণ করেছেন তিনি।

অনেকেই মনে হয়তো প্রশ্ন, আগের ম্যাচে কেন খেলেননি হার্ডহিটার নারিন? জানা গেছে, অসুস্থতার কারণে রাজস্থানের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান তারকা।

ম্যাচের দিন নারিন অসুস্থতা অনুভব করেন সকালে। যে কারণে গুয়াহাটিতে তার পরিবর্তে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার মঈন আলিকে খেলানো হয়।

রাজস্থান ম্যাচের পর মঈন বলেন, ‘আমি ভালো অনুশীলন করছিলাম এবং সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি। আজ সকালে আমাকে জানানো হয় যে সানি (নারিন) অসুস্থ এবং আমাকে প্রস্তুত থাকতে হবে। অবশ্যই সানির শূন্যতা পূরণ করা কঠিন, তবে আমি মনে করি, ভালো পারফর্ম করেছি।’

তবে নারিনের অসুস্থতা গুরুতর ছিল না। চিকিৎসা শেষে ওইদিন সন্ধ্যায় টিম হোটেলে ফিরে আসেন তিনি এবং দলের জয় (৮ উইকেটে) উদযাপনের অংশ নেন।

বিকল্প হিসেবে নেমে বল হাতে ভালো পারফর্ম করেন মঈন। চার ওভারে ২৩ রানে ২ উইকেট নেন। যশস্বী জয়সওয়াল ও নিতীশ রানাকে আউট করেন। তবে নারিনের পরিবর্তে ওপেনিং করতে নেমে ১২ বলে মাত্র ৫ রান করেন। নারিন সম্পূর্ণ ফিট হলে মঈনকেই হয়তো একাদশ থেকে বাদ পড়তে হবে।

২০১২ সালে প্রথমবার কেকেআরের হয়ে খেলার পর থেকেই নারিন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। চলতি মৌসুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতায় ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছিলেন। ওই ম্যাচে ধীরগতিতে শুরু করলেও শেষ পর্যন্ত ২৬ বলে ৪৪ রান করেন তিনি। পরে বল হাতে ২৭ রানে ১ উইকেট নেন। তবে বিরাট কোহলিদের দল বেঙ্গালুরুর কাছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিতে ৭ উইকেটে হেরে যায় কেকেআর।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।