২০৫ রান করে হার, আইপিএল থেকেই বিদায় লখনৌ সুপার জায়ান্টসের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ এএম, ২০ মে ২০২৫

বাংলাদেশের মতো ২০৫ রান করেও আইপিএলে ৬ উইকেটে হারতে হলো লখনৌ সুপার জায়ান্টসকে। অনেক আগেই আইপিএলের প্লে-অফের ওঠার আগেই ছিটকে পড়া সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে জ্বলে উঠলো। এমন জ্বলে ওঠা, সঙ্গে করে আইপিএল থেকে লখনৌকে ছিটকে দিতে পারলো তারা।

অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও এইডেন মারক্রামের ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে লখনৌ সুপার জায়ান্টস। ৩৯ বলে ৬৫ রান করে মিচেল মার্শ। ৩৮ বলে ৬১ রান করেন এইডেন মারক্রাম। মিডল অর্ডারে নিকোলাস পুরান ২৬ বলে করেন ৪৫ রান। ফলে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান।

জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ২০ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৫৯ রান করে আউট হন তিনি। তবে তিনি যে ঝড় দেখিয়ে গেলেন, তাতে ইশান কিশান ২৮ বলে ৩৫, হেনরিক ক্লাসেন ২৮ বলে ৪৭ এবং কামিন্দু মেন্ডিস ২১ বলে ৩২ রান করে দলের জয় ত্বরান্বিত করেন।

শেষে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবা। ১২ ম্যাচ শেষে লখনৌর পয়েন্ট ১০। হায়দরাবাদের ৯। ২টি করে ম্যাচ বাকি। তবে যে রানরেট, তাতে লখনৌর আর প্লে-অফ খেলার সম্ভাবনা নেই।

আইএইচএস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।