তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৪ মে ২০২৫

নটিংহ্যামে একমাত্র টেস্টে তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করলো স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ব্যবধান এক ইনিংস ও ৪৫ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৬ উইকেটে ৫৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুইয়ানরা।

টেস্টের প্রথম দিনই ম্যাচ নিজেদের করে ফেলেছিলো ইংল্যান্ড। জিম্বাবুয়েকে পেয়ে বাজবল ক্রিকেটের উৎকৃষ্ট প্রদর্শনী দেখিয়েছিল তারা। ৮৮ ওভার ব্যাট করে ৪৯৮ রান তুলে ফেলেছিলো বেন স্টোকসের দল। প্রথমদিনই এসেছিল তিনটি সেঞ্চুরি।

দ্বিতীয় দিন সকালে আর মাত্র সাড়ে ৮ ওভার খেলে, ৬৭ রান যোগ করেই ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। সেঞ্চুরি করেছিলেন জ্যাক ক্রাউলি (১২৪), বেন ডাকেট (১৪০) ও ওলি পোপ (১৭১)। হ্যারি ব্রুক করেছিলেন ৫৮ রান। জো রুট ৩৪ রান।

england

জবাব দিতে নেমে ব্রায়ান বেনেটের ১৩৯ রানের অনবদ্য ইনিংস সত্ত্বেও জিম্বাবুয়ে দ্বিতীয় দিনেই অলআউট হয়ে যায় ২৬৫ রানে। ২১ বছর বয়সী ডানহাতি অফব্রেক বোলার শোয়েব বশির নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস।

৩০০ রানে এগিয়ে থাকায় জিম্বাবুয়েকে ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩০ রান ছিল জিম্বাবুয়ের।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে দারুণ খেলেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। উইলিয়ামস খেলেন ৮৮ রানের ইনিংস এবং সিকান্দার রাজা করেন ৬০ রান। কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে ২৫৫ রানের বেশি করতে পারেনি। শোয়েব বশির একাই নেন ৬ উইকেট।

ফলে শেষ পর্যন্ত এক ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন শোয়েব বশির।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।