বেঙ্গালুরুতে ফিরেছেন হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৫ মে ২০২৫

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) ফেরার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন জস হ্যাজেলউড। জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে প্লে-অফের আগেই আইপিএলে এখন পর্যন্ত ট্রফি না জেতা ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেবেন। অবশেষে বিরাট কোহলিদের দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি অভিজ্ঞ পেসার।

মূলত কাঁধের চোটের কারণে লিগ পর্বের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হ্যাজেলউড। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বেঙ্গালুরুর সর্বোচ্চ উইকেটশিকারী ২৭ এপ্রিলের পর আর কোনো ম্যাচ খেলেননি। পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার জেরে টুর্নামেন্ট সাময়িক বন্ধ হলে অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি।

বেঙ্গালুরু ইতোমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। তবে গেল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে হারায় শীর্ষ দুইয়ে থেকে লিগ শেষ করার সম্ভাবনা কিছুটা কমেছে তাদের। হ্যাজেলউডের প্রত্যাবর্তন এমন পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

লম্বা বিরতির পরও হ্যাজেলউড আইপিএলের চলতি মৌসুমের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। ১৮ উইকেট শিকার করেছেন ১৭.২৭ গড়ে ৮.৪৪ ইকোনমি রেটে।

হ্যাজেলউডের জায়গায় আপাতত বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন লুঙ্গি এনগিদি। তবে তেমন সাফল্য পাননি। এমনকি জাতীয় দলের দায়িত্বে পালনের কারণে প্লে-অফে খেলতেও পারবেন না দক্ষিণ আফ্রিকান এই পেসার।

আইপিএল শেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে অস্ট্রেলিয়া দল যোগে দেবেন হ্যাজেলউড। আগামী ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া এই টেস্টে সম্ভবত স্কট বোলান্ডকে পেছনে ফেলে অসিদের একাদশে জায়গা করেন নেবেন তিনি।

এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ সালের ফাইনালে ইনজুরির কারণে খেলতে পারেননি হ্যাজেলউড।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।