আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৫ মে ২০২৫

প্রথম ম্যাচে ১২৪ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচটি আইরিশদের জন্য সিরিজ জয়ের, ওয়েস্ট ইন্ডিজের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

এমন ম্যাচে ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে আইরিশ বোলারদের সামনে রীতিমত ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত টর্নেডো বইয়ে দেন কিসি কার্টি। ১৪২ বল মোকাবেলা করেন তিনি। খেলেছেন ১৭০ রানের বিশাল স্কোর। ১৫টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

কিসি কার্টির টর্নেডো ইনিংসের ওপর ভর করে আয়ারল্যান্ডের সামনে ৩৮৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ক্যারিবীয়রা। কিসি কার্টি ছাড়াও ৭৫ রান করেন অধিনায়ক শাই হোপ, ৫০ রান করেন জাস্টিন গ্রিভস।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, শুরুতে আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থি প্রমাণ করেন। ১ রান করে আউট হন ব্রেন্ডন কিং। ১৪ রান করে বিদায় নেন এভিন লুইস।

এরপরই ঝড় তোলেন কিসি কার্টি এবং শাই হোপ। দু’জন মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ৭৫ রান করে আউট হন শাই হোপ। আমির জাঙউ আউট হন ২২ রান করে। এরপর ৫০ রান করেন জাস্টিন গ্রিভস। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।